অনেক বিচক্ষণতার সঙ্গে প্রার্থী বাছাই করছে পদ্ম শিবির

পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে ১৮ আসনে জয় পেয়েছিল বিজেপি। সেই ফলাফল কার্যত রাজ্যের শাসক দল তৃণমূলের অনেক হিসেব গুলিয়ে দিয়েছিল। মাঝে সমীকরণ বদলেছে বিস্তর। বিধানসভা নির্বাচন থেকে পুরভোট, সবেতেই অনায়াস জয় পেয়েছে তৃণমূল। তাই অনেক বিচক্ষণতার সঙ্গে প্রার্থী বাছাই করছে পদ্ম শিবির।

কয়েকজন সাংসদকে বাদ দেওয়া হতে পারে

প্রয়োজনে কয়েকজন সাংসদকে বাদ দেওয়া হতে পারে। সম্প্রতি বঙ্গ বিজেপি একটি প্রস্তাবিত প্রার্থী তালিকা তৈরি করেছে বলে পদ্ম শিবির সূত্রে খবর। জানা যাচ্ছে, সেই তালিকায় নাম রয়েছে ৪৫ জনের, বাদ পড়েছে বাংলার ৭ সাংসদ।

তিন কেন্দ্রে না এখনও ঠিক করে উঠতে পারেনি

তিন কেন্দ্রে না এখনও ঠিক করে উঠতে পারেনি পদ্ম শিবির। অন্তত ৬ জন বিধায়ককে লোকসভায় প্রার্থী করা হতে পারে। ১২ জন মহিলাকেও রাখা হয়েছে প্রস্তাবিত প্রার্থী তালিকায়।