ভোটাধিকার কেড়ে নেওয়ার ভুল ধারণা! SIR নিয়ে বই লিখে বিস্ফোরক বিজেপি নেত্রী

নতুন বইয়ে SIR নিয়ে বিরোধীদের বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ তুললেন তামিলিসাই সৌন্দররাজন। বললেন, ১২টি রাজ্য যুক্ত— বিজেপির রাজ্যও আছে। ভোটাধিকার সংকটে নয়, জনতা জানুক আসল তথ্য।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp leader qq

নিজস্ব সংবাদদাতা:  SIR নিয়ে উত্তাল দেশের রাজনীতি আরও গতি পেল বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজনের বই প্রকাশে। তাঁর দাবি, SIR (One Nation, One Voter List সংক্রান্ত ব্যবস্থা)— নিয়ে বিরোধীরা জনমানসে অযথা আতঙ্ক ও ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে। তাই সাধারণ মানুষ যেন প্রকৃত তথ্য পান, তা নিশ্চিত করতেই তিনি বই লিখেছেন।

তামিলিসাই বলেন, “সর্বদলীয় বৈঠকে দেখলাম বিরোধীরা বিষয়টাকে এমনভাবে তুলে ধরছে যেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাই নাগরিক হিসেবে সত্য জানানোর দায় থেকেই লিখেছি।”

SIR

তাঁর কথায়, “১২টি রাজ্য এই ব্যবস্থায় অংশ নিচ্ছে। তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যও আছে। তাহলে বিরোধীদের সমস্যা কোথায়?” তিনি অভিযোগ তোলেন, বিরোধীরা বিশেষ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ও তাঁর সহযোগীরা ধর্মের ভিত্তিতে ভোটারদের আলাদা করে মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা করছেন।

রাজনীতির ময়দানে এই মন্তব্য আরও উত্তেজনা বাড়িয়েছে। কারণ SIR নিয়ে বিরোধীরা এ পর্যন্ত দাবি করে এসেছে— এটি গণতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দেওয়া উদ্যোগ। আর তামিলিসাই এবার পাল্টা সওয়াল তুললেন— “তথ্য না জেনে আতঙ্ক ছড়ানো বন্ধ হোক।” এখন দেখার বিষয়, তাঁর বই রাজনৈতিক তর্ককে কোন দিকে ঘোরায়— নতুন বিতর্ক না কি পরিষ্কার ব্যাখ্যার পথ?