গান্ধীজিকে নিয়ে বিরূপ মন্তব্য, এবার আরও এক BJP নেতা

গান্ধীজির জন্ম ২ অক্টোবর, ১৮৬৯ সালে। আজ ‘জাতির জনক’ মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী।

author-image
SWETA MITRA
New Update
bjp gandhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গান্ধী জয়ন্তীর দিন শুভেচ্ছা তো জানালেন কিন্তু সেইসঙ্গে একপ্রকার বোমাও ফাটালেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি (Tarunjyoti Tewari)। তিনি আজ সোমবার এক টুইট বার্তায় বিস্ফোরক মন্তব্য করেন। তিনি লেখেন, ‘কে জানে কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে, কতজনকে গুলি করা হয়েছে। আপনি মিথ্যে বলছেন কেন স্যার, যে স্বাধীনতা এসেছে চরকা থেকে।‘