নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে বড় দাবি করলেন হেভিওয়েট বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। তিনি বলেন, “তেজস্বী যাদব ও মল্লিকার্জুন খাড়গে যত খুশি বৈঠক করুন না কেন, সবশেষে তার ফলাফল শূন্যই হবে। বিহারের মানুষ মনে মনে এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে এবারও তারা এনডিএকেই জিতিয়ে আনবেন।”
/anm-bengali/media/media_files/KGQzYKuumzNPrMsmOMKC.JPG)
এরপর তিনি বলেন, “নীতিশ কুমারের নেতৃত্বেই এনডিএ এই নির্বাচনে লড়বে এবং নিশ্চিতভাবেই জয়ী হবে।”