বিহারে ফের ক্ষমতায় আসবে এনডিএ (NDA) ? বড় দাবি করলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন

বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে কি মন্তব্য করলেন হেভিওয়েট বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন ?

author-image
Debjit Biswas
New Update
1010793-nitish-kumar-tejashwi-yadav

নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে বড় দাবি করলেন হেভিওয়েট বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। তিনি বলেন, “তেজস্বী যাদব ও মল্লিকার্জুন খাড়গে যত খুশি বৈঠক করুন না কেন, সবশেষে তার ফলাফল শূন্যই হবে। বিহারের মানুষ মনে মনে এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে এবারও তারা এনডিএকেই জিতিয়ে আনবেন।”

hussain

 এরপর তিনি বলেন, “নীতিশ কুমারের নেতৃত্বেই এনডিএ এই নির্বাচনে লড়বে এবং নিশ্চিতভাবেই জয়ী হবে।”