/anm-bengali/media/media_files/8IdE16Se18ah6zjYz2n7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার বিজেপির নিশানায় আম আদমি পার্টি (AAP)। যত সময় এগোচ্ছে দিল্লিতে দূষণের (Delhi Pollution) মাত্রা ক্রমশ উর্ধ্বমুখী। আর এই নিয়েই এবার আপকে নিশানা করলেন বিজেপি নেতা নেতা শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla)। তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়ালের অধীনে দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে একিউআই স্তরগুলি গত চার থেকে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। দূষণ মোকাবেলায় তিনি কিছুই করেননি। তিনি পাঞ্জাবকে খড় পোড়ানোর জন্য দায়ী করতেন। এখন পাঞ্জাবে তারই সরকার আছে। তবে পাঞ্জাবে খড় পোড়ানোর ঘটনা বেড়েছে। তাঁর সরকার কেন্দ্র, উত্তরপ্রদেশ ও হরিয়ানাকে দোষারোপ করবে। দিল্লির মানুষ যদি এই বাতাসে শ্বাস নেয়, তাহলে তা বিপজ্জনক।“
#WATCH | On air pollution in Delhi, BJP leader Shehzad Poonawalla says, "...Delhi has become a gas chamber under Arvind Kejriwal... He has ensured that AQI levels are at their highest in the last four to five years. He has done nothing to tackle pollution; he used to blame… pic.twitter.com/FCjv5LxBTF
— ANI (@ANI) November 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us