গ্যাস চেম্বার দিল্লি, নিঃশ্বাস নেওয়া বিপজ্জনক, সতর্ক করলেন BJP নেতা

দিল্লিতে দূষণের মাত্রা হু হু করে বেড়েই চলেছে, যা চিন্তা বাড়িয়েছে সকলের।

author-image
SWETA MITRA
New Update
'দিল্লি এখন গ্যাস চেম্বার, নিঃশ্বাস নেওয়া বিপজ্জনক'.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার বিজেপির নিশানায় আম আদমি পার্টি (AAP)। যত সময় এগোচ্ছে দিল্লিতে দূষণের (Delhi Pollution) মাত্রা ক্রমশ উর্ধ্বমুখী। আর এই নিয়েই এবার আপকে নিশানা করলেন বিজেপি নেতা নেতা শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla)। তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়ালের অধীনে দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে একিউআই স্তরগুলি গত চার থেকে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। দূষণ মোকাবেলায় তিনি কিছুই করেননি। তিনি পাঞ্জাবকে খড় পোড়ানোর জন্য দায়ী করতেন। এখন পাঞ্জাবে তারই সরকার আছে। তবে পাঞ্জাবে খড় পোড়ানোর ঘটনা বেড়েছে। তাঁর সরকার কেন্দ্র, উত্তরপ্রদেশ ও হরিয়ানাকে দোষারোপ করবে। দিল্লির মানুষ যদি এই বাতাসে শ্বাস নেয়, তাহলে তা বিপজ্জনক।“