“মানসিক রোগী কমল হাসান”— কন্নড় বিতর্কে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

কী বললেন কর্ণাটকের বিজেপি নেতা?

author-image
Tamalika Chakraborty
New Update
kamal hasan .jpg

নিজস্ব সংবাদদাতা: কন্নড় ভাষা নিয়ে অভিনেতা কমল হাসানের বিতর্কিত মন্তব্যে উত্তাল কর্ণাটক। বিরলভাবে একসুরে প্রতিবাদ জানিয়েছে রাজ্যের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ও বিজেপি নেতৃত্বাধীন বিরোধীপক্ষ।

চেন্নাইয়ে একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে কমল হাসান দাবি করেন, “কন্নড় ভাষার উৎপত্তি তামিল থেকে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে ভাষাপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

kamal hasan and bjp leader

প্রধানমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন, “কন্নড়ের বহু প্রাচীন ইতিহাস রয়েছে। কমল হাসান দুঃখজনকভাবে সেটা জানেন না।”

বিজেপি নেতা আর অশোক আরও এক ধাপ এগিয়ে তাঁকে “মানসিক রোগী” বলে কটাক্ষ করেন। রাজ্যের একাধিক নেতা-নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমলের মন্তব্যকে “ভাষার অপমান” ও “ঐতিহ্যকে বিকৃত করার চেষ্টা” বলে আখ্যা দিয়েছেন।

কমল হাসানের এই বক্তব্য কন্নড় ভাষা ও সংস্কৃতির মর্যাদায় আঘাত বলেই মনে করছেন বহু মানুষ। ফলে কর্ণাটকে ভাষা-আন্দোলনের আবহ নতুন করে তীব্র হয়ে উঠেছে।