BREAKING: বিজেপি-আরএসএসের হাতের পুতুল সিবিআই (CBI) ! বিজয়ের মন্তব্যে গর্জে উঠলেন হেভিওয়েট বিজেপি নেত্রী

কি বললেন হেভিওয়েট বিজেপি নেত্রী ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি সিবিআই (CBI)-কে বিজেপি-আরএসএসের হাতের পুতুল বলে মন্তব্য করেছিলেন টিভিকে প্রধান এবং দক্ষিণী অভিনেতা বিজয়। আর এবার বিজয়ের এই মন্তব্যেই গর্জে উঠলেন বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজন। তিনি বলেন,''আপনার বিরোধিতাকে   শুধুমাত্র ডিএমকে (DMK)-র দিকেই কেন্দ্রীভূত করুন। এমন কোনও বিভ্রান্তিকর ও অজ্ঞানতাপূর্ণ মন্তব্য করবেন না, যা ডিএমকে (DMK)-র বিরুদ্ধে আপনার অবস্থানকে দুর্বল করে দিতে পারে।” সৌন্দররাজনের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। 

FGHJKL