BREAKING : জাতীয় স্বার্থেই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি ! বড় দাবি করলেন বিজেপি নেতা কবিন্দর গুপ্তা

কি বললেন বিজেপি নেতা কবিন্দর গুপ্তা ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা - এবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে এক বড় মন্তব্য করলেন বিজেপি নেতা কবিন্দর গুপ্তা। তিনি বলেন,''জিএসটি (GST),নোট বাতিল বা অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুর সময়েও মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এবারও তিনি এই কঠিন সময়ের পর, জাতির মনোবল বাড়াতেই আজ ভাষণ দেবেন।” এরপর তিনি বলেন,''এই কঠিন সময়ের কারণে আজ জাতীয় স্বার্থেই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি।''

Kavinder Guptaq2.jpg