যেন কুবেরের ধন, ২০০ কোটি টাকা, ছাড়বেন না প্রধানমন্ত্রী মোদী

কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে পঞ্চম দিনের মতো আয়কর বিভাগের অভিযান চলছে। এখনও পর্যন্ত ২০০ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
modi 2000.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসসাংসদধীরাজসাহুর (Dheeraj Sahu) বাড়িতেতল্লাশিচালিয়ে২০০কোটিটাকারওবেশিনগদউদ্ধারকরেছে আয়কর দফতর। এদিকে এহেন ঘটনাকে কেন্দ্র করে দেশীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে এই বিষয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেনবিজেপিসাংসদকেলক্ষ্মণ (K Laxman)। তিনিবলেছেন, "আমিজানতেচাইকেনরাহুলগান্ধীএবংসোনিয়াগান্ধীএইইস্যুতেনীরবরয়েছে। যেখানেকংগ্রেসসরকারআছে, সেখানেশুধুইদুর্নীতি।দুর্নীতিরবিরুদ্ধেজিরোটলারেন্সনীতিনিয়েছেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী।প্রধানমন্ত্রীমোদীদুর্নীতিবাজদেরছাড়বেননাএবংশীঘ্রইকংগ্রেসের সব পর্দাফাঁস হবে।‘