BREAKING: আইনই লালু প্রসাদকে শাস্তি দেবে ! এবার বড় দাবি করলেন বিজেপি নেতা দিলীপ জয়সওয়াল

কি বললেন বিজেপি নেতা দিলীপ জয়সওয়াল ?

author-image
Debjit Biswas
New Update
bihar bjp president

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দিল্লি হাই কোর্টে ‘ল্যান্ড ফর জবস’ মামলায় আরজেডি (RJD) প্রধান লালু প্রসাদ যাদবের আবেদন খারিজ হয়েছে। আর এবার এই বিষয়ে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ জয়সওয়াল। তিনি বলেন,''যে ভুল করেছে, তাকে শাস্তি পেতেই হবে। আইন লালু যাদবকে শাস্তি দেবে।” এরপর উস্কানিমূলক ভাষণের মামলায় সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির বিধায়ক আব্বাস আনসারিকে ২ বছরের কারাদণ্ড দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন,''এই ধরনের মানুষদের দেশ থেকে বের করে দেওয়া উচিত।”

lalu