অযোধ্যায় আনন্দের ঢেউ—বিজেপি নেতার বক্তব্যে উত্তাল রামভক্তরা

বিজেপি নেতা এনভি সুবাস বলেন, অযোধ্যায় প্রধানমন্ত্রী মোদীর হাতে ‘ধর্মধ্বজ’ স্থাপন প্রত্যেক হিন্দুর জন্য গর্বের। তাঁর দাবি, এই দিন রামমন্দিরের সম্পূর্ণতার প্রতীক। অযোধ্যা জুড়ে উৎসবের আবহ।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp leader aaa

নিজস্ব সংবাদদাতা:  বিজেপি নেতা এনভি সুবাস জানালেন, আজকের দিনটি প্রত্যেক হিন্দুর জন্য অত্যন্ত গর্বের। তাঁর কথায়, অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ‘ধর্মধ্বজ’ স্থাপন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ঐতিহাসিক মুহূর্ত। সুবাস মনে করেন, এই দিনটি অযোধ্যার রামমন্দির নির্মাণের সম্পূর্ণতার প্রতীক। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় মহলে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অযোধ্যার পরিবেশও আজ উৎসবমুখর—রামভক্তদের চোখে জল, মুখে আনন্দ, আর শহর জুড়ে প্রতিধ্বনিত ‘জয় শ্রী রাম’।

hindu

অযোধ্যা রামমন্দিরের এই গুরুত্বপূর্ণ পর্বকে ঘিরে দেশের সব প্রান্তে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বহু মানুষের দাবি, এই মুহূর্ত কেবল মন্দির নির্মাণের নয়, বরং দীর্ঘ বছরের অপেক্ষা শেষে বিশ্বাসের বিজয়। রাজনৈতিক মহলও বলছে, এই অনুষ্ঠান ভারতীয় সংস্কৃতির ঐতিহাসিক অধ্যায়ে নতুন মাত্রা যোগ করল।