নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে পিডিপি নেত্রী ইলতিজা মুফতির বিবৃতিতে বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি বলেছেন, "হিন্দুত্ব হল এই দেশের সংস্কৃতি। যাঁদের এই দেশের 'সংস্কৃতি ও সংস্কার' সম্পর্কে কোনও জ্ঞান নেই, তাঁদের অবশ্যই এই বিষয়ে জ্ঞান আহরণ করা প্রয়োজন। সনাতন সংস্কৃতি সম্পর্কে আরও একবার একটি বার্তা দেওয়া হবে। হিন্দুত্ব সমাজের সমস্ত অংশকে একত্রিত করার বার্তা দেয় এবং অন্তর্ভুক্তিমূলক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলার জন্য কিছু লোকের মধ্যে হিন্দুত্বের প্রতি ভীতি তৈরি হয়েছে। যাঁদের মনের মধ্যে হিন্দুত্ব নিয়ে ভীতি তৈরির চেষ্টা করা হয়েছে, তাঁদের চোখ কান খোলা রাখা উচিৎ। নিজেদের বুদ্ধি দিয়ে এই বিষয়টি বিবেচনা করা উচিৎ।"
#WATCH | Uttar Pradesh | On the statement of PDP leader Iltija Mufti, BJP leader Mukhtar Abbas Naqvi says, "Hindutva is desh ki 'sanskriti' hai, 'sanskar' hai...and those who are unaware of the 'sanskriti and sanskar' of this country definitely need to be given a message about… pic.twitter.com/dmTh0m0rtp
— ANI (@ANI) December 8, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us