“SIR মানেই স্বচ্ছ ভোটার তালিকা, তাহলে কংগ্রেস ভয় পাচ্ছে কেন?”— প্রশ্ন প্রকাশ রেড্ডির

SIR নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে বিজেপি নেতা প্রকাশ রেড্ডি বলেন, “SIR মানেই ভোটার তালিকার সংস্কার ও স্বচ্ছতা। কংগ্রেস যদি সত্যিই গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে এই প্রক্রিয়াকে সমর্থন করা উচিত।”

author-image
Tamalika Chakraborty
New Update
prakash reddy

নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে শুরু হয়েছে SIR-এর দ্বিতীয় পর্যায়ের কাজ, আর সেই নিয়েই ফের রাজনৈতিক তরজা। এই প্রক্রিয়া নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে বিজেপি নেতা প্রকাশ রেড্ডি কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন। তাঁর বক্তব্য, “SIR কোনও রাজনৈতিক প্রচার নয়, এটি দেশের ভোটার তালিকা সংস্কার ও সংশোধনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং সব রাজনৈতিক দলেরই এতে সহযোগিতা করা উচিত।”

প্রকাশ রেড্ডির কথায়, “SIR-এর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকায় থাকা ভুল তথ্য বা অপ্রয়োজনীয় নাম বাদ দেওয়া, যাতে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ হয়। কংগ্রেস যদি সত্যিই গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে এই প্রক্রিয়াকে সমর্থন করা উচিত। কারণ দেশের গণতন্ত্রের প্রাণ হল ভোটার তালিকা।”

তিনি আরও বলেন, “ভোটার লিস্টই দেশের গণতান্ত্রিক ব্যবস্থার স্নায়ু কেন্দ্র। সেখানে সঠিক তথ্য থাকা মানেই পরিষ্কার ভোট প্রক্রিয়া। তাই SIR কোনও ভয়ের বিষয় নয়, বরং এটি গণতন্ত্রকে শক্তিশালী করার উদ্যোগ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই ‘Systematic Identification and Rectification’ বা SIR প্রক্রিয়াকে ঘিরে বিরোধীদের অভিযোগ, এতে ভোট কেটে দেওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিজেপির দাবি, এটি একেবারেই প্রশাসনিক পদক্ষেপ, যার লক্ষ্য শুধুমাত্র ভোটার তালিকা পরিশুদ্ধ করা।

দেশের ১২টি রাজ্যে ইতিমধ্যেই এই দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো কাজটি হবে স্বচ্ছ ও তথ্যভিত্তিক পদ্ধতিতে, যেখানে সাধারণ ভোটারদেরও যাচাইয়ের সুযোগ দেওয়া হবে।