নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার প্রমাণ আরও একবার সামনে এল। বিজেপি নেতা অমিত মালব্য বিস্ফোরক অভিযোগ এনেছেন যে, IMF থেকে পাওয়া আন্তর্জাতিক ঋণের টাকা পাকিস্তান সরকার ব্যবহার করছে সন্ত্রাসবাদীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে!
তিনি বলেন, "পাক সরকার ঘোষণা করেছে যে তারা জইশ-ই-মোহাম্মদ (JeM) এবং লস্কর-ই-তইবা (LeT)-এর সেইসব জঙ্গিদের বাড়ি পুনর্নির্মাণ করবে, যেগুলো ভারত অপারেশ সিঁদুরের জেরে ধ্বংস করেছিল।" শুধু তাই নয়, নিহত জঙ্গিদের পরিবারকেও এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান।
সবচেয়ে চমকপ্রদ তথ্য, মালব্যর অভিযোগ অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে, আন্তর্জাতিকভাবে ঘোষিত জঙ্গি ও JeM প্রধান মাসুদ আজহার নিজেই প্রায় ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ পেতে পারেন! কারণ, তার পরিবারের বহু সদস্য এই অপারেশনে নিহত হয়েছে বলে দাবি।
The Pakistan government has announced plans to reconstruct homes associated with JeM and LeT that were destroyed by India during #OperationSindoor, and to provide Rs 1 crore in compensation to the families of those killed in the airstrikes. As a result, designated terrorist… pic.twitter.com/o5aKMvX6Ef
— Amit Malviya (@amitmalviya) May 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us