এবার দুর্নীতি, 'বিজেপিকে ছুঁড়ে ফেলে দিল জনগণ'

সরকারি ঠিকাদার ও রিয়্যালিটি ডেভেলপারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯৪ কোটি টাকা নগদ ও গয়না বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ।

author-image
SWETA MITRA
New Update
bjp chatt.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড় মন্তব্য করলেন কর্ণাটকেরউপ-মুখ্যমন্ত্রীডিকেশিবকুমার (DK Shivakumar)। সম্প্রতি কর্ণাটকে আয়কর দফতরের এক অভিযানে একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ৯৪ কোটি টাকা উদ্ধার হয়। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুললেন উপ মুখ্যমন্ত্রী। তিনি আজ মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েবলেছেন, "সমস্তদুর্নীতিশুধুমাত্রবিজেপির।বিজেপিদুর্নীতিরভিত্তি, তাইকর্ণাটকেরজনগণতাদেরছুঁড়েফেলেদিয়েছে।যেটাকাপাওয়াগিয়েছে, তাবিজেপিনেতাদেরসঙ্গেযুক্তএবংতাকংগ্রেসসরকারেরসঙ্গেওতপ্রোতভাবেজড়িতনয়।“দেখুন এই ভিডিও...