বিজেপিই আসছে, 'স্পষ্ট বার্তা দিল জনগণ!'

বিজেপির জয় নিয়ে কি বার্তা দিল জনগণ?

author-image
Aniket
New Update
bj[sss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: তেলাঙ্গানায় বিজেপির জয় নিয়ে এবার আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জনসভায় মানুষের ভিড় তেলাঙ্গানায় বিজেপির জয় নিশ্চিত করছে বলে জানিয়েছে তিনি। তিনি বলেছেন, "এখানে বিপুল সংখ্যায় এসে আপনারা সবাই একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। আপনি রাজনৈতিক বিশেষজ্ঞদের এবং দিল্লির এসি বিছানায় বসে থাকাদের একটি বার্তা দিয়েছেন যে বিজেপিতে তেলেঙ্গানার বিশ্বাস বাড়ছে"।