বিজেপি এবার আপকেও ভয় পাচ্ছে?

আপ নেতাকে জেলবন্দী করতে চাইছে বিজেপি, এমনটাই অভিযোগ করছেন আপ নেতা নেত্রীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (47)(1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আপ সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে সরব হয়েছে দল। এই ভাবে একে একে আপ নেতাকে জেলবন্দী করতে চাইছে বিজেপি, এমনটাই অভিযোগ করছেন আপ নেতা নেত্রীরা।

এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে এদিন দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী আতিশি বলেন, “ইডি এবং সিবিআই এখনও পর্যন্ত ১০ জনকে আটক করেছে, গ্রেপ্তার করেছে এমনকি নির্যাতনও করেছে৷ কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এবং তাদের এজেন্সিগুলো এক টাকারও কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আর এর থেকে এটাই প্রমাণ হয় যে বিজেপি AAP-কে ভয় পেয়েছে। এটা দেখায় যে প্রধানমন্ত্রী মোদী জানেন আসন্ন লোকসভা নির্বাচনে তারা হারতে চলেছেন। এই পরাজয়ের ভয়ে, তারা AAP দলের নেতাদের, সাংবাদিকদের উপর অভিযান চালাচ্ছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে তারা সঞ্জয় সিংয়ের কাছ থেকে এক পয়সাও দুর্নীতি পাবে না”।