New Update
/anm-bengali/media/media_files/rBzP1C6QB6JG8sPmA95T.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: দেশের নাম উচ্চারণে হোঁচট খাচ্ছে বিজেপি। হ্যাঁ সত্যিই শুনছেন। INDIA বলা যাবে না, বলতে হবে আইএনডিআইএ, এমনই ফরমান নাকি জারি করেছে বিজেপি। ২৪'র যুদ্ধের লক্ষ্যে বিজেপি বিরোধী মহাজোট যে ক্রমশ নরেন্দ্র মোদী ও বিজেপির গলার ফাঁস হয়ে যাচ্ছে সেটা রোজ একটু একটু করে সামনে আসছে।এবার জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী নাকি দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন বিরোধী জোটকে কোনভাবেই INDIA বলা যাবে না, তা ভেঙে ভেঙে বলতে হবে আইএনডিআইএ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us