বিজেপির ‘৪০০ পার’ হয়নি, তাই প্রতিশোধ নিচ্ছে রাহুল গান্ধীর থেকে

'স্বাভাবিকভাবেই, বিজেপি এতে ক্ষুব্ধ'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
yfhjkl;

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এক সাক্ষাৎকার থেকে তাঁকে ‘নমুনা’ সম্বোধন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই মন্তব্যের প্রসঙ্গে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এদিন বলেন, “ভারত জোড়ো যাত্রা বিজেপির “আবকি বার ৪০০ পার”-কে ভেঙে দিয়েছে। স্বাভাবিকভাবেই, বিজেপি এতে ক্ষুব্ধ। তারা ৪০০ পার করতে পারেনি, সংবিধান পরিবর্তন করতে পারেনি। তাই, তারা রাহুল গান্ধীর উপর ক্ষুব্ধ এবং বিভিন্নভাবে তা প্রকাশ করে। রাহুল গান্ধী সংসদে উঠলে, তাকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। আজও স্পিকার তাঁর প্রতি এমনই মন্তব্য করেছেন। কিন্তু শূন্য আওয়ারে যখন প্রার্থী বক্তৃতা দিতে উঠেছিলেন, তখন তাকে কথা বলতে দেওয়া হয়নি। তাই, সমগ্র দেশ রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা, পিছিয়ে পড়াদের অধিকার, ন্যায়বিচার এবং চাকরির কথা বলতে দেখছে। যদিও বিজেপির কাছে অগণতান্ত্রিক কিছু করা ছাড়া আর কোনও বিকল্প নেই”।

gaurav gogoi jk.jpg