বিজেপি, বিতর্ক, বিধ্বংসী

বিজেপিকে কটাক্ষ।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সম্বলে পাথর ছোড়ার ঘটনা এবং আজমির শরীফ দরগাহ নিয়ে বিবাদের বিষয়ে, আরজেডি সাংসদ সঞ্জয় যাদব বলেছেন, “ বিজেপি লোকদের ভালবাসা, শান্তি, সম্প্রীতি এবং শান্তিতে কোনও আগ্রহ নেই। তারা শুধু বিতর্ক চায়। দেশের বাকি অংশ মাটির নিচে খনিজ খুঁজছে, ধ্বংসস্তূপ খুঁজতে ব্যস্ত। ধর্মের নামে বিতর্ক সৃষ্টি করা বন্ধ করুন। চাকরি, কর্মসংস্থান, উন্নয়নের মতো বিষয় নিয়ে আলোচনা করুন, এ জন্য সংসদ গঠন করা হয়েছে। আন্ডারলিং মসজিদ জরিপ করার জন্য দিয়ে বিঘ্ন ঘটাচ্ছে। এটা আমাদের সমাজকে কতটা ধ্বংস করবে তা তারা বুঝতে পারছে না। তারা এটা করছে শুধুমাত্র সরকারের চোখে নিজেদের এক পরিচয় তৈরি করতে। ” 

Sambhal stone-pelting incident: 3-member judicial inquiry commission formed  | India News - Business Standard