/anm-bengali/media/media_files/03SDJYHi6AlJjOkk6suA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেছেন, "কিছু লোক নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছিল কিন্তু তাদের প্রাপ্য পদ দেয়নি। ১৯৭১ সাল থেকে মানুষ 'এক পদ এক পেনশন'-এর দাবি জানাচ্ছিল, ৪০ বছর পেরিয়ে গেল কিন্তু কেউ মাথা ঘামায়নি। আপনারা ২০১৪ সালে কংগ্রেসকে বিদায় জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে এসেছিলেন। 'এক পদ এক পেনশন' প্রকল্প বাস্তবায়িত করেছেন, এখন প্রাক্তন সেনাকর্মীদের ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। এর আগে যখন রাজৌরির পুঞ্চে হামলা চালাত পাকিস্তান। ইউপিএ আমলে আমি যখন কাঠুয়া সীমান্তে যেতাম। কাঠুয়া সীমান্তে দাঁড়িয়ে এক জওয়ান বলতেন, 'আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার হাত বাঁধা। গোলাগুলি হলে আমি নাগরোতাকে জানাই, নাগরোতা জানায় চণ্ডী মন্দিরে এবং চণ্ডী মন্দির দিল্লিকে জানায়। আর দিল্লি জওয়ানদের বলত আগুন ধরিয়ে দিতে।' কিন্তু যতক্ষণ না গুলি বন্ধ হচ্ছে, ততক্ষণ পাল্টা জবাব দিতে হবে বলে জানিয়েছেন মোদী।"
#WATCH | Delhi: Union Minister and BJP chief JP Nadda says, " Some people used the security forces but did not give them the position they deserved...people were demanding 'One Rank One Pension' from 1971...40 years passed by but nobody bothered...you people bid goodbye to them… pic.twitter.com/SCtNf4aMIU
— ANI (@ANI) July 26, 2024
/anm-bengali/media/media_files/RWTFWaCfIvv2HGAfdmI0.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us