লালুকে তীব্র আক্রমণ রাম কৃপালের! “জেলবন্দি প্রার্থীর প্রচার? লজ্জাজনক!”

বিহার নির্বাচনে দানাপুরের বিজেপি প্রার্থী রাম কৃপাল যাদবের কড়া মন্তব্য। বললেন, জেলবন্দি প্রার্থীর হয়ে প্রচার করছেন লালু যাদব। দাবি—নীতীশ কুমারই থাকবেন মুখ্যমন্ত্রী। পড়ুন বিস্তারিত।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp candidate ram kipal

নিজস্ব সংবাদদাতা: বিহার ভোটের আবহ আরও গরম। দানাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাম কৃপাল যাদব সরাসরি আক্রমণ করলেন রাজনীতির পুরনো প্রতিপক্ষ লালু প্রসাদ যাদবকে। অভিযোগ, অপরাধমূলক পটভূমির প্রার্থীর প্রচারে নেমে গণতন্ত্রকে অপমান করছেন লালু। রাম কৃপাল বলেন, “খুবই দুঃখের বিষয় যে লালু প্রসাদ যাদব এমন এক প্রার্থীর হয়ে প্রচার করছেন, যিনি জেলে আছেন এবং যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। একজন দোষী-ঘেরা প্রার্থীর হয়ে প্রচার করা কি শোভন?”

এর পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন—বিহারের মুখ্যমন্ত্রী পদে কোনও শূন্যতা নেই। মানুষের ভরসা নীতীশ কুমারেই আছে, আর ভবিষ্যতেও তিনিই থাকবেন। তাঁর কথায়, “বিহারে মুখ্যমন্ত্রী পদ খালি নেই। নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী, এবং তিনিই থাকবেন। অন্য কারও স্বপ্ন দেখে লাভ নেই।”

lalu

বিহারের রাজনীতিতে দীর্ঘদিনের দ্বন্দ্ব—বিজেপি বনাম আরজেডি—নতুন করে সরগরম হয়েছে এই বক্তব্যে। লালুর তৃণমূল স্তরের ভোটারদের দৃষ্টি আকর্ষণের প্রচার এখন বিজেপি শিবিরের নিশানায়।

ভোটের দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে কাদা ছোড়াছুড়ি, অভিযোগ আর পাল্টা অভিযোগ। রাজ্যে কে দখল করবে ক্ষমতার চাবিকাঠি—তা দেখার অপেক্ষা শুধু সময়ের।