/anm-bengali/media/media_files/2024/12/03/UrXNk3LnJPPxfK5Xl1ye.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রতে সবথেকে বেশি ভোট নিয়ে ক্ষমতায় এলো বিজেপিতে। মোট ১৩২ জন বিধায়ক নিয়ে ক্ষমতায় এলো বিজেপি। বিজেপি সরকারের এই ফলাফল সত্যিই উল্লেখযোগ্য। এদিন মহারাষ্ট্রতে বিজেপি নেতারা বৈঠক করলেন।তাঁদের প্রধান লক্ষ কোনদিকে যায় এখন সেটাই দেখার। যদিও কংগ্রেস ফলাফল নিয়ে মোটেও খুশি নয়। এই ফলাফলের হারে শরদ পাওয়ারের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে বড়ো প্রশ্নচিহ্ন দেখা গেলো। তার পুত্র অজিত পাওয়ার আদৌ কী করবেন সেদিকে নজর থাকবেই। মহারাষ্ট্রতে সবথেকে বেশি ভোট নিয়ে ক্ষমতায় এলো বিজেপিতে। মোট ১৩২ জন বিধায়ক নিয়ে ক্ষমতায় এলো বিজেপি। বিজেপি সরকারের এই ফলাফল সত্যিই উল্লেখযোগ্য।
/anm-bengali/media/post_attachments/e0a6116e-2d6.png)
এদিন মহারাষ্ট্রতে বিজেপি নেতারা বৈঠক করলেন। তাদের প্রধান লক্ষ কোনদিকে যায় এখন সেটাই দেখার। যদিও কংগ্রেস ফলাফল নিয়ে মোটেও খুশি নয়।মহারাষ্ট্রতে সবথেকে বেশি ভোট নিয়ে ক্ষমতায় এলো বিজেপিতে। মোট ১৩২ জন বিধায়ক নিয়ে ক্ষমতায় এলো বিজেপি। বিজেপি সরকারের এই ফলাফল সত্যিই উল্লেখযোগ্য। এদিন মহারাষ্ট্রতে বিজেপি নেতারা বৈঠক করলেন। এই ফলাফলের হারে শরদ পাওয়ারের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে বড়ো প্রশ্নচিহ্ন দেখা গেলো। তার পুত্র অজিত পাওয়ার আদৌ কী করবেন সেদিকে নজর থাকবেই। মহারাষ্ট্রতে সবথেকে বেশি ভোট নিয়ে ক্ষমতায় এলো বিজেপিতে। মোট ১৩২ জন বিধায়ক নিয়ে ক্ষমতায় এলো বিজেপি। বিজেপি সরকারের এই ফলাফল সত্যিই উল্লেখযোগ্য। এদিন মহারাষ্ট্রতে বিজেপি নেতারা বৈঠক করলেন।তাঁদের প্রধান লক্ষ কোনদিকে যায় এখন সেটাই দেখার। যদিও কংগ্রেস ফলাফল নিয়ে মোটেও খুশি নয়।
/anm-bengali/media/post_attachments/c9ae53df-13b.png)
#WATCH | Maharashtra BJP leaders hold a meeting at the party's state office in Mumbai.
— ANI (@ANI) December 3, 2024
(Video Source: BJP) pic.twitter.com/rjq9Fqn2gI
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us