মোদী না বিরোধী? কার পাশে দাঁড়াবে BJD?

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের গোড়াতেই সংসদে আনা হবে বিতর্কিত দিল্লি অধ্যাদেশ বিল। এদিকে এই বিল নিয়ে ওড়িশার বিজেডি পার্টির অবস্থান কী?

author-image
SWETA MITRA
New Update
BJD.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২০২৪ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে মোদী ঝড় রুখতে ২৬টি রাজনৈতিক দল একজোট হয়েছে। তাঁরা এই জোটের নাম রেখেছেন ‘ইন্ডিয়া (I.N.D.I.A)’। যদিও এই জোটে বেশ অনেকগুলি রাজনৈতিক দলই যোগ দেয়নি। যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল ওড়িশার বিজেডি (BJD)-র। তাঁরা রীতিমতো রহস্য জিইয়ে রেখেছেন। তাঁরা কি বিরোধীদের সঙ্গে হাত মেলাবে? শুধু তাই নয়,  দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে দলের অবস্থান কী? এই নিয়ে অবশেষে প্রতিক্রিয়া দিলেন বিজু জনতা দলের রাজ্যসভার সদস্য অমর পট্টনায়েক। তিনি আজ শুক্রবার বলেছেন, ‘দলের অভ্যন্তরীণ আলোচনা প্রকাশ করা যাবে না এবং দল উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবে।‘