জনগণের কাজ করুন ! তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিলেন বিপ্লব দেব

কি জবাব দিলেন বিপ্লব দেব ?

author-image
Debjit Biswas
New Update
JK,./

নিজস্ব সংবাদদাতা : এবার তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিলেন বিজেপি নেতা বিপ্লব দেব। তিনি বলেন,''নির্বাচন কমিশন সম্পর্কে তারা (তৃণমূল নেতারা) যা কিছু বলছেন, তার উত্তর নির্বাচন কমিশনই দেবে। জনগণ তাদের সাংসদ বানিয়েছেন, তাই তাদের জনগণের জন্য কাজ করা উচিত। এই লোকগুলো যা খুশি তাই বলে। জনগণ তাদের উত্তর দেবে।"

Kalyan