New Update
/anm-bengali/media/media_files/GMIdTGb5fVvnRCB6ZqLV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে (Uttarpradesh)। বর্ষার বৃষ্টির কারণে উত্তরপ্রদেশের অনেক এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে নদীর স্রোতে ভেসে গেল পুণ্যার্থী বোঝাই একটি বাস। বিজনোরের মান্দাওয়ালি থানা এলাকায় কোটাওয়ালি নদী পার হওয়ার সময় বাসটি তীব্র স্রোতে আটকা পড়ে। বাসটি জলের তীব্র স্রোতে আটকে পড়ায় যাত্রীরা তীব্র চিৎকার করতে শুরু করে দেন। বাসটি যাত্রীদের নিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারে যাচ্ছিল। কোতোয়ালী নদী পার হওয়ার সময় জলের তীব্র স্রোতের কারণে বাসটি মাঝখানে আটকে পড়ে। এ সময় বাসে থাকা ৩৬ জন যাত্রীর মধ্যে তোলপাড় শুরু হয় এবং চিৎকার শুরু করে দেন সকলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জেসিবির সহায়তায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us