নিজস্ব সংবাদদাতা: আসন্ন নির্বাচনের প্রাক্কালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দাবি করেছেন, বিহারের মানুষ সম্পূর্ণভাবে এনডিএ-র পাশে রয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট—জনগণ আর কখনো ‘জঙ্গলরাজ’-এর দিনগুলোয় ফিরতে চায় না।
রেখা গুপ্তা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহার উন্নয়নের পথে এগোচ্ছে। জনগণ কোনো ধরনের অরাজকতা বা গুণ্ডাগিরি সহ্য করবে না। তারা শুধু উন্নয়নমুখী সরকারই চায়।”
/anm-bengali/media/post_attachments/fbfd129b-b8a.png)
তিনি আরও যোগ করেন, “এইবার আমরা গতবারের তুলনায় আরও বেশি ভোটে জয়লাভ করব, এবং উন্নয়নের গতি দ্বিগুণ হবে।”
‘ইন্ডিয়া’ জোটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “যারা অতীতে চারা পর্যন্ত খেতে ছাড়েনি, তারা আজ জনগণকে খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে! কিন্তু জনগণ বোকা নয়—তারা জানে কে সত্যিই উন্নয়ন দিতে পারে।”
রেখা গুপ্তা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বিহারের জনতা উন্নয়নের পক্ষে একত্র হয়েছে এবং এনডিএ-র সরকারই আগামী দিনে গঠিত হবে।
“বিহার চায় উন্নয়ন, জঙ্গলরাজ নয়”—রেখা গুপ্তার আত্মবিশ্বাসী মন্তব্য
পাটনায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দাবি, “মোদী ও নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ-ই গড়বে সরকার; জনগণ জানে কারা উন্নয়ন দিতে পারে”।
নিজস্ব সংবাদদাতা: আসন্ন নির্বাচনের প্রাক্কালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দাবি করেছেন, বিহারের মানুষ সম্পূর্ণভাবে এনডিএ-র পাশে রয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট—জনগণ আর কখনো ‘জঙ্গলরাজ’-এর দিনগুলোয় ফিরতে চায় না।
রেখা গুপ্তা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহার উন্নয়নের পথে এগোচ্ছে। জনগণ কোনো ধরনের অরাজকতা বা গুণ্ডাগিরি সহ্য করবে না। তারা শুধু উন্নয়নমুখী সরকারই চায়।”
তিনি আরও যোগ করেন, “এইবার আমরা গতবারের তুলনায় আরও বেশি ভোটে জয়লাভ করব, এবং উন্নয়নের গতি দ্বিগুণ হবে।”
‘ইন্ডিয়া’ জোটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “যারা অতীতে চারা পর্যন্ত খেতে ছাড়েনি, তারা আজ জনগণকে খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে! কিন্তু জনগণ বোকা নয়—তারা জানে কে সত্যিই উন্নয়ন দিতে পারে।”
রেখা গুপ্তা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বিহারের জনতা উন্নয়নের পক্ষে একত্র হয়েছে এবং এনডিএ-র সরকারই আগামী দিনে গঠিত হবে।