পাটনার জেপি সেতু চেকপোস্টে পুলিশের অভিযান ! উদ্ধার ১৪.১ কেজি রুপো ও আড়াই লক্ষ টাকা

বড় সাফল্য পেল বিহার পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : বিহারের পাটনায় অবস্থিত জেপি সেতু চেকপোস্টে (JP Setu Post) গাড়ি তল্লাশির সময় বিপুল পরিমাণ রুপো এবং নগদ অর্থ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দিঘা থানায় (Digha Police Station) হস্তান্তর করা হয়েছে।

জেপি সেতু পোস্টের দায়িত্বে থাকা আধিকারিক সাদ্দাম হোসেন এই উদ্ধার কার্যের সত্যতা নিশ্চিত করে জানান, "আজ পোস্টে চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে আমরা ১৪.১ কিলোগ্রাম রুপো এবং নগদ ২,৫০,০০০ টাকা উদ্ধার করেছি।"

Police

উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ রুপো ও নগদ অর্থের উৎস এবং বৈধতা যাচাইয়ের জন্য দিঘা থানায় মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।