নির্বাচনী বন্ড প্রকল্প অবৈধ এবং অসাংবিধানিক! ফাঁস করলেন জয়রাম রমেশ

ইলেক্টোরাল বন্ড স্কিম নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেছেন সাংসদ জয়রাম রমেশ।

author-image
Probha Rani Das
New Update
CONGRESS JAIRAM RAMWSH.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইলেক্টোরাল বন্ড স্কিম নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন, “এই রায় ঝড়ের মতো। এর মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে যে নরেন্দ্র মোদী সরকার একটি 'স্যুট-বুট-লুট-ঝুঠ' সরকার। নির্বাচনী বন্ড প্রকল্পটি অবৈধ এবং অসাংবিধানিক ছিল। এটাও প্রমাণ করে যে মোদী সরকার একদিকে যাঁরা অর্থ দান করেন তাঁদের সম্মান করে, অন্যদিকে 'অন্নদাতা' কৃষকদের অপমান করে।” 

v

স্ব

স

স