/anm-bengali/media/media_files/2025/09/14/pm-modi-2025-09-14-21-27-41.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনীতিতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে রাজনৈতিক উষ্ণতা। বিহার সরকারের মন্ত্রী সন্তোষ কুমার সুমন প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেন, “নরেন্দ্র মোদি শুধু দেশের নয়, বিশ্বের এক অনুপ্রেরণার প্রতীক। তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি গোটা পৃথিবীর সামনে ভারতের গর্ব।”
সন্তোষ সুমন স্পষ্ট ভাষায় বলেন, “বিহারের মানুষের জন্য প্রধানমন্ত্রী মোদি এক অনুপ্রেরণার উৎস। তিনি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকে। তাঁর বক্তব্য পুরোপুরি সত্যি—যাঁরা আজ মহাজোটের নামে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তাঁরাই আসলে দুর্নীতির মামলায় জড়িত।”
মন্ত্রী আরও বলেন, “রাহুল গান্ধী, তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব—এই সব নেতারা কেউই নির্দোষ নন। এঁরা সবাই জামিনে মুক্ত আছেন। আসলে এঁরা সবাই মিলে প্রধানমন্ত্রী মোদির সামনে দাঁড়াতেও পারেন না।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/30/pm-modi-japan-2025-08-30-12-53-15.jpg)
বিহারের রাজনীতিতে এই মন্তব্যে নতুন বিতর্কের ঝড় উঠেছে। মহাজোট শিবিরের পক্ষ থেকে এখনো কোনও সরকারি প্রতিক্রিয়া না এলেও রাজনৈতিক মহল বলছে, সুমনের এই মন্তব্য রাজ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিজেপির শিবিরে অবশ্য উচ্ছ্বাস স্পষ্ট, কারণ তাঁদের মতে, সুমনের মন্তব্য বিহারের সাধারণ মানুষের মানসিকতাকেই প্রতিফলিত করে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মহাজোটে থাকা বিভিন্ন দলের মধ্যে চাপা অস্বস্তি বাড়ছে, আর বিজেপি ও এনডিএ গোষ্ঠী সেটাকেই কাজে লাগাচ্ছে। সন্তোষ কুমার সুমনের এই মন্তব্য আসন্ন নির্বাচনের আগে বিহারে বিজেপির অবস্থান আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us