'চাইলেই প্রধানমন্ত্রী হতে পারতেন রাহুল গান্ধী'

২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিস্ফোরক মন্তব্য করলেন বিহারের কংগ্রেস নেতা অখিলেশ প্রসাদ সিং।

author-image
SWETA MITRA
New Update
rahul gandhi birth.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে ২০২৪ সালের লোকসভা ভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। কংগ্রেস কি জিতবে? আর জিতলেও কে হবে মুখ্যমন্ত্রী? অবশেষে এই প্রসঙ্গে মন্তব্য করলেন অখিলেশ প্রসাদ সিং। তিনিবলেন, ‘রাহুলগান্ধীর (Rahul Gandhi)ক্ষমতাবাচেয়ারেরলোভনেই।তিনিচাইলেআগেওপ্রধানমন্ত্রীহতেপারতেন।কংগ্রেসকর্মীরাতাঁকেপ্রধানমন্ত্রীহিসেবেদেখতেচান, কিন্তুতারমানেএইনয়যেতিনিওপ্রধানমন্ত্রীহতেচান। বিজেপিকে হারানোর পরকংগ্রেস (Congress) এবংরাহুলগান্ধীযাকেচাইবেন তাঁকে প্রধানমন্ত্রী করা হবে।  লোকসভা ভোটে কংগ্রেসসংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।‘