কেন্দ্রে মন্ত্রী থাকার পরেও নিজের এলাকায় ছিল না রাস্তা! বেফাঁস মন্তব্য মুখ্যমন্ত্রীর

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "২০০৫ সাল থেকে যখন আমরা সুযোগ পেয়েছি, তখন থেকে আমরা বিজেপির সাথে একসাথে কাজ শুরু করেছি। মাঝে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। কিন্তু আমরা বিজেপির সঙ্গে শুরু থেকেই কাজ করে আসছি।"

author-image
Tamalika Chakraborty
New Update
nitish kumaaa.jpg

নিজস্ব সংবাদদাতা: একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "২০০৫ সাল থেকে যখন আমরা সুযোগ পেয়েছি, তখন থেকে আমরা বিজেপির সাথে একসাথে কাজ শুরু করেছি। মাঝে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। কিন্তু আমরা বিজেপির সঙ্গে শুরু থেকেই  কাজ করে আসছি। আগে বিহারে কী ছিল?১৫ বছর ধরে 'পাটি-পাটনি'র নিয়ম ছিল।মনে আছে সেই দিনগুলোর কথা, যখন সন্ধ্যাবেলা কেউ ঘর থেকে বের হতে পারত না। আমি যখন কেন্দ্রে সাংসদ ও মন্ত্রী ছিলাম তখনও রাস্তা না থাকায় আমাদের নির্বাচনী এলাকায় যেতে হেঁটে যেতে হয়েছিল।"

nitish kumar edit .jpg