/anm-bengali/media/media_files/KUkiBsrmwDTfG9DbtXyP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। মানুষ নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতরের উৎসব উদযাপন করছে। এই সময় মানুষ একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। বিহারের রাজধানী পাটনার গান্ধী ময়দানেও ঈদুল ফিতর উপলক্ষে প্রার্থনা করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও গান্ধী ময়দানে গিয়ে মুসলিমদের সঙ্গে দেখা করেন। ঈদের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "এটা খুবই আনন্দের বিষয়। পুরো মাসব্যাপী এই কর্মসূচি চলে। আমরা ২০০৬ সাল থেকে এখানে আসছি। এখানে ঈদের আয়োজন খুবই ভালো। আমরা সবাইকে অভিনন্দন জানাই। সমস্ত মানুষের মধ্যে ভালবাসা এবং ভ্রাতৃত্ববোধ থাকা উচিত। আমরা সব ধর্মকে সম্মান করি।"
Bihar CM Nitish Kumar visited Gandhi Maidan in Patna, as people offered namaz here on the occasion of #EidUlFitrpic.twitter.com/K9cV4vmaid
— ANI (@ANI) April 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us