নির্বাচনের আগে বড় ঝড়! মখামার প্রার্থী গ্রেফতার, বিহারের শাসনে প্রশ্নচিহ্ন

জেডিইউ প্রার্থী আনন্দ সিং গ্রেফতারের পর বিহারে আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক মন্তব্য সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদের। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি।

author-image
Tamalika Chakraborty
New Update
sp leader

নিজস্ব সংবাদদাতা: বিহারের মখামা কেন্দ্রের জেডিইউ প্রার্থী আনন্দ সিং-কে দুলারচন্দ যাদব খুন মামলায় গ্রেফতারের পর উত্তাল রাজনীতি। এ নিয়ে সরব হলেন সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। তাঁর অভিযোগ, বিহারে আইনের শাসন কার্যত শেষ হয়ে গেছে। সরকারের প্রতি মানুষের আস্থা ভেঙে পড়েছে। প্রশাসন বলে কিছু নেই, চলছে জঙ্গলের রাজত্ব। তিনি দাবি করেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ যে সাধারণ মানুষ ভয়ের মাঝে দিন কাটাচ্ছেন। নির্বাচনের মুখে এই গ্রেফতার আরও প্রশ্ন তুলেছে রাজ্য সরকারের ভূমিকা ও পুলিশ প্রশাসনের ওপর।

jdu candidate arrested

অবধেশ প্রসাদ নির্বাচন কমিশনের কাছে আবেদন করে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এখন জরুরি। কমিশন যেন আইনশৃঙ্খলার দায়িত্ব হাতে নেয় এবং ভোট যাতে নির্ভয়ে, সুশৃঙ্খলভাবে হয় তা নিশ্চিত করে। তাঁর দাবি, ভোটের আগে দুষ্কৃতী-রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার বাড়ায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই অবস্থায় গণতন্ত্রের স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের সক্রিয় ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।