BREAKING: ২০২০ সালের দিল্লি দাঙ্গার ঘটনায় নয়া মোড় ! উমর খালিদ, শারজিল ইমামদের জামিনের রায় সংরক্ষণ করলো দিল্লি হাই কোর্ট

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় মূল ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত উমর খালিদ, শারজিল ইমাম এবং আরও কয়েকজনের জামিনের আবেদনপত্রে,আজ রায় সংরক্ষিত করে রাখলো দিল্লি হাই কোর্ট। আদালতে এই মামলার শুনানি দীর্ঘ সময় ধরে চলার পর, বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় যে, ''জামিনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত পরে জানানো হবে।'' এই মামলায়,মূল অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারার পাশাপাশি, ইউএপিএ (Unlawful Activities Prevention Act)-এর আওতায়ও মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এই অভিযুক্তরা দিল্লির দাঙ্গার ঘটনার পিছনে সংগঠিত ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। আদালতে অভিযুক্তদের আইনজীবীরা যুক্তি দেন যে, তাদের মক্কেলরা শান্তিপূর্ণ প্রতিবাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং হিংসার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। অপরদিকে সরকার পক্ষ থেকে এই দাবির বিরোধিতা করে বলা হয়েছে, দাঙ্গার সময় প্ররোচনা এবং ষড়যন্ত্রমূলক কার্যকলাপে অভিযুক্তরা সরাসরি জড়িত।

delhi riots.jpg