সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখতে SU-৩০ MKI যুদ্ধবিমান ওড়ালেন এয়ার মার্শাল মিশ্র ! ফরওয়ার্ড ঘাঁটিতে পিভিসি স্মারক উদ্বোধন করলেন তিনি

দেখে নিন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
IAF1

নিজস্ব সংবাদদাতা : ভারতের পশ্চিমাঞ্চলীয় সেক্টরে সামরিক প্রস্তুতি এবং অপারেশনাল সক্ষমতা খতিয়ে দেখতে দুটি ফরওয়ার্ড বেস (Frontier Bases) পরিদর্শন করলেন ভারতীয় বায়ুসেনার (IAF) ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (AOC-in-C) এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। এই পরিদর্শনের সময় তিনি নিজে একটি গুরুত্বপূর্ণ সামরিক মিশনে অংশগ্রহণ করেন এবং পরমবীর চক্র (PVC) বিজয়ী এক শহিদের স্মারক উদ্বোধন করেন।

এয়ার মার্শাল মিশ্র তাঁর পরিদর্শনের সময় দুটি ফরওয়ার্ড ঘাঁটির অপারেশনাল প্রস্তুতি এবং নির্বিঘ্ন মিশন সক্ষমতা নিশ্চিত করেন। তিনি শুধু পরিদর্শন করেই ক্ষান্ত হননি, বরং সামরিক প্রস্তুতি যাচাই করতে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সু-৩০ এমকেআই (Su-30 MKI) যুদ্ধবিমানে চড়ে একটি অপারেশনাল মিশনেও অংশ নেন।

iafrescue

পরিদর্শনের সময় এয়ার মার্শাল মিশ্র ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখোঁ, পিভিসি (Flying Officer NirmalJit Singh Sekhon, PVC)-এর উদ্দেশ্যে নিবেদিত একটি স্মৃতিসৌধের উদ্বোধন করেন। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বিরল সাহসিকতার জন্য তিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্রে ভূষিত হয়েছিলেন। ফরওয়ার্ড ঘাঁটিতে তাঁর স্মারক উদ্বোধন ভারতীয় বায়ুসেনার নৈতিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধার প্রতীক।