বড় খবর: আসামে এনএসসিএন এর  টাউন কমান্ডারকে গ্রেফতার

আসামে এনএসসিএন-এর  টাউন কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
New Update
niki

নিজস্ব সংবাদদাতা: আসাম রাইফেলস এনএসসিএন-এর টাউন কমান্ডারকে (নিকি সুমি) গ্রেফতার করেছে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে, ৩ জন সামরিক শাখার ক্যাডার এবং ১ জন বেসামরিক শাখার ক্যাডারকে। নাগাল্যান্ডের জুনহেবোটোর জবোতো শহর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৩২ টি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং মাদক ও চাঁদাবাজির রসিদ পাওয়া গিয়েছে।