বড় খবর: 'রহস্যজনক বিষয় নিয়ে আজকের অধিবেশন'- এখনই জানুন

আজকের অধিবেশন নিয়ে এবার বক্তব্য রাখলেন প্রমোদ তিওয়ারি। 

author-image
Aniket
18 Sep 2023
dew

নিজস্ব সংবাদদাতা: আজকের অধিবেশন নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তিনি দাবি করেছেন, রহস্যজনক বিষয় নিয়ে আজকের অধিবেশন হতে চলেছে। তিনি বলেছেন, "সরকার বিভ্রান্ত। এটি একটি বিভ্রান্ত সরকারের একটি এজেন্ডা ছিল। সরকার অধিবেশন ডেকেছে কিন্তু তারা জানে না, অন্তত মন্ত্রীরা জানেন না কি হবে? হয়তো প্রধানমন্ত্রী একটি রহস্যজনক বিষয় নিয়ে এসেছেন, এটি তার ওপর ছেড়ে দেওয়া উচিত। সামগ্রিকভাবে, আমাদের সামনে এমন একটি বিষয়ও ছিল না যা আগের অধিবেশনে আলোচনা করা যেত না বা এক মাসে আসন্ন শীতকালীন অধিবেশনে অনুষ্ঠিত হতে পারত না"।