/anm-bengali/media/media_files/0gaO7Vw88cFn3YYvjARs.jpg)
নিজস্ব সংবাদদাতা: কাবেরীর জল বন্টন নিয়ে কর্ণাটকের কংগ্রেস সরকারের ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে বিজেপি ও জেডিএস। এবার এই বিষয় নিয়ে মন্তব্য করলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি বলেছেন, "আমরা জানি কিভাবে কর্ণাটকের কৃষকদের রক্ষা করতে হয়। বিজেপি ও জেডিএস রাজনীতি করছে। তারা ২৫ হাজার কিউসেক জল দাবি করেছে। আমরা ৩ হাজার কিউসেকে রাজি হয়েছিলাম এবং এখন আদালত ৫ হাজার কিউসেক জল দেওয়ার রায় দিয়েছে। বিষয়টি আবার আদালতে তোলা হয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যে বৃষ্টি না হওয়ায় জল বন্টনের পরিমাণ কমাতে হবে"।
#WATCH | Bengaluru: Karnataka Deputy CM DK Shivakumar says, "We know how to protect Karnataka farmers. BJP and JDS are doing politics. They demanded 25,000 cusecs of water. We agreed on 3,000 cusecs and now the court has given 5,000 cusecs. The matter is in court again, we are… pic.twitter.com/B5plTr0YD5
— ANI (@ANI) September 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us