বড় খবর: জল নিয়ে চরম চাপে শিবকুমার

এবার কাবেরীর জল বন্টন নিয়ে মন্তব্য করলেন ডিকে শিবকুমার। 

author-image
Aniket
New Update
dk shiv.jpg

নিজস্ব সংবাদদাতা: কাবেরীর জল বন্টন নিয়ে কর্ণাটকের কংগ্রেস সরকারের ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে বিজেপি ও জেডিএস। এবার এই বিষয় নিয়ে মন্তব্য করলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি বলেছেন, "আমরা জানি কিভাবে কর্ণাটকের কৃষকদের রক্ষা করতে হয়। বিজেপি ও জেডিএস রাজনীতি করছে। তারা ২৫ হাজার কিউসেক জল দাবি করেছে। আমরা ৩ হাজার কিউসেকে রাজি হয়েছিলাম এবং এখন আদালত ৫ হাজার কিউসেক জল দেওয়ার রায় দিয়েছে। বিষয়টি আবার আদালতে তোলা হয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যে বৃষ্টি না হওয়ায় জল বন্টনের পরিমাণ কমাতে হবে"।