New Update
/anm-bengali/media/media_files/D0RVLmhFSRQlt9Nk5SSt.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার মহুয়া মিত্র ইস্যুতে মন্তব্য করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি দাবি করেছেন, মহুয়া মিত্র তৃণমূলের জন্য শহীদ হয়েছেন। তিনি বলেছেন, "চুরি করে পার্টিতে দিতে থাকো, তুমি পার্টির সম্পদ। চুরি করতে গিয়ে ধরা পড়লে পার্টি তোমাকে চেনে না - তৃণমূল পার্টির চিরাচরিত এই প্রথা মেনে তাপস পাল, পার্থ, কালীঘাটের কাকু, জীবনকৃষ্ণ, কুন্তল, কেষ্ট, কিছু সময়ের জন্য মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষ ইত্যাদি, প্রভৃতি'র পর শহীদ তালিকায় নবতম সংযোজন "মহুয়া মৈত্ৰ"!!!"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us