বড় খবর: সুযোগ পাবেন শচীন, জানিয়ে দিলেন গেহলট

রাজস্থানে কংগ্রেসে বিভেদ চরমে উঠেছে বহুদিন ধরেই। এবার শচীন পাইলটকে নয়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। 

author-image
Aniket
New Update
sachin ashok.jpg

Representative Picture

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বনাম শচীন পাইলটের বিভেদ নিয়ে চর্চা চলছে। ইতিমধ্যেই এই বিভেদে হস্তক্ষেপ করেছে কংগ্রেসের হাইকমান্ড। তবে এবার ফের শচীন পাইলটকে নয়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেছেন, "তিনি (শচীন পাইলট) যদি পার্টিতে থাকেন তাহলে কেনও তিনি একত্রে কাজ করবেন না। পদ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছি। হাইকমান্ড যে কাজটি জিততে চায় তা সফল করা আজ আমার কর্তব্য। আপনি বিশ্বাস দিলে বিশ্বাস পাবেন। সবাই একসাথে চললে আমাদের সরকার বারবার আসবে। আপনি যদি দলের প্রতি অনুগত থাকেন তবে সোনিয়া গান্ধী যেমন কনভেনশনে বলেছিলেন যে ধৈর্য ধরে রাখে সে একদিন সুযোগ পায়, আপনিও তেমনই সুযোগ পাবেন"।