New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সীমান্তে পাকিস্তান ফের বাড়াবাড়ি শুরু করেছে। সীমান্তে ড্রোন দিয়ে পাচার প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে পাকিস্তান। ইতিপূর্বেই একাধিকবার পাকিস্তানের পরিকল্পনা ভেস্তে দিয়েছে বিএসএফ। এবার বিএসএফ জওয়ানরা পাকিস্তানি ড্রোনের আওয়াজ শুনতে পেয়ে সেটিকে গুলি করে ধ্বংস করেছে। তল্লাশির সময় সন্দেহজনক হেরোইনের ১ টি বড় প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৫.৫ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। পাঞ্জাবের অমৃতসরের রাই গ্রামের কাছে উদ্ধার করা হয়েছে এই হেরোইনের প্যাকেট।
BSF jawans heard sound of Pakistani drone & dropping by it. During search, 1 big packet of suspected heroin (Gross Wt - appx 5.5 Kg) was recovered near village Rai, district Amritsar: BSF Punjab Frontier pic.twitter.com/JDpsR0h5nW
— ANI (@ANI) June 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us