এই মুহূর্তের বিশাল খবর: মুহুয়া মিত্র, এবার খেলা পুরোপুরি ঘুরে গেল, 'দুর্নীতিতে মোদী!'

মুহুয়া মিত্রকে নিয়ে বড় খবর সামনে আসছে। 

author-image
Aniket
New Update
modi mahua.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার মহুয়া মিত্রর পাশে দাঁড়ালেন জেডিইউ নেতা নীরজ কুমার। খেলা ঘুরিয়ে দিয়ে তিনি দুর্নীতির জন্য মোদীকে দায়ী করেছেন। টিএমসি সাংসদ মহুয়া মিত্রর বিরুদ্ধে ঘুষের অভিযোগে লোকসভার স্পিকারের কাছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের চিঠির বিষয়ে জেডিইউ নেতা নীরজ কুমার বলেছেন, "মহুয়া মৈত্র যে প্রশ্নটি করেছিলেন তা এই দেশে একটি মৌলিক প্রশ্ন হয়ে উঠেছে। আর নরেন্দ্র মোদীর শাসনামলে বিজেপি সাংসদরা সংসদে কি সিদ্ধান্ত নেবেন তা কে জিজ্ঞেস করবে? এটি একটি গণতন্ত্র এবং প্রত্যেকেরই প্রশ্ন করার অধিকার রয়েছে। তাদের প্রমাণ দিতে হবে। কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ কিভাবে করা যায়? কেউ যদি প্রকাশ্য দুর্নীতি দেখতে চায়, তাহলে তা প্রধানমন্ত্রী মোদীর শাসনে হচ্ছে"।