New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২৪ এই হচ্ছে লোকসভা ভোট। এবার লোকসভা ভোটের আগে বড় বার্তা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তিনি জানিয়েছেন, তামিলনাড়ুর ৪০ টি আসনে ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত করা উচিত। মোদীর হার হবে বলে আশাবাদী তিনি। তিনি বলেছেন, "আসন্ন সংসদ নির্বাচনে, আমাদের পন্ডিচেরি সহ তামিলনাড়ুতে ৪০ টি আসনে জয় নিশ্চিত করা উচিত। তামিলনাড়ুর মতো সমগ্র ভারতে জয়ী হওয়ার জন্য আমরা ইন্ডিয়া জোট গঠন করেছি"।
"In the upcoming Parliament election, we should ensure winning 40 seats in Tamil Nadu including Pondicherry. To win in the whole of India like Tamil Nadu we have formed the INDIA alliance," says Tamil Nadu CM MK Stalin during the DMK District Secretary meeting. pic.twitter.com/5x25W75u62
— ANI (@ANI) October 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us