বড় খবর: কংগ্রেস থেকে দেওয়া হবে বিরোধী দলনেতা

মহারাষ্ট্রের রাজনীতিতে রঙ বদল হয়েছে। এবার মন্তব্য করেছেন কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার।

author-image
Aniket
New Update
congress

File Picture

নিজস্ব সংবাদদাতা: এনসিপি থেকে ৪০ জন বিধায়ক এনডিএকে সমর্থন করায় এবার বড় মন্তব্য করেছেন কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার। 

Twitter 上的 Office Of Vijay Wadettiwar:

তিনি মহারাষ্ট্র মন্ত্রিসভায় বিরোধী দলনেতার প্রসঙ্গে বলেছেন, "কংগ্রেস ১০০ শতাংশ তৈরি, কংগ্রেস কখনই পিছিয়ে ছিল না। কংগ্রেসকে নেতৃত্ব দিতে হবে, তা দেশ হোক বা রাজ্যে হোক। কংগ্রেস ছাড়া অন্য কোনও বিকল্প নেই। কংগ্রেসের সংখ্যা বেশি হলে এটা স্পষ্ট যে কংগ্রেস থেকে বিরোধী দলনেতা হবে।  যদি এনসিপির সংখ্যা বেশি থাকে তবে তারা বিরোধী দলনেতার পদ পাবে। আমি মনে করি না যে এটি নিয়ে কোনও বিরোধ আছে"।