/anm-bengali/media/media_files/xuO7ySGP6nDXpjXFDYis.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পরপর হিমাচল প্রদেশ ও কর্ণাটকে বিজেপি সরকারের পতন ঘটিয়ে সরকার গড়েছে কংগ্রেস। এবার মধ্যপ্রদেশে সরকার গঠনের লক্ষ্যে রয়েছে কংগ্রেসের নেতৃত্বরা। মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস সরকার গঠন করবে বলে বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। বর্তমানে মধ্যপ্রদেশে সফর করছেন প্রিয়াঙ্কা গান্ধী। মধ্যপ্রদেশের জবলপুর থেকে বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, "তারা (বিজেপি) এখানে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছে কিন্তু পূরণ করেনি। তারা ডবল ইঞ্জিন এবং ট্রিপল ইঞ্জিন সম্পর্কে কথা বলে। তারা হিমাচল প্রদেশ এবং কর্ণাটকে একই কথা বলত কিন্তু জনগণ তাদের দেখিয়েছে যে তাদের ডবল ইঞ্জিনের কথা বলা বন্ধ করে কাজ শুরু করা উচিত"। মধ্যপ্রদেশের মানুষকেও কংগ্রেসের হয়ে বিজেপির বিরুদ্ধে এক হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
Madhya Pradesh | They (BJP) come here and make announcements, but do not fulfil them. They talk about double engine and triple engine. They used to say the same in Himachal Pradesh and Karnataka but public has shown them that they should stop talking about the double engine and… pic.twitter.com/cQKZmS6GnJ
— ANI (@ANI) June 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us