/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের বন্যা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এবার এই বিষয়ে মন্তব্য করলেন হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রতাপ সিং শুক্লা। তিনি বলেছেন, "হিমাচল প্রদেশের অবস্থা খুবই গুরুতর। কেন্দ্রের একটি বিশেষ দল রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখবে। রাজ্যে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত, কেন্দ্র রাজ্যকে ৩.৫ কোটি টাকা প্রদান করেছে"।
/anm-bengali/media/media_files/lwIYDeXWLsdojIKPLuDo.webp)
রাজ্যপাল শিব প্রতাপ সিং শুক্লা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। ৩.৫ কোটি টাকার বেশি অর্থের প্রয়োজন পড়বে বলে জানিয়েছেন তিনি। তবে কেন্দ্র সরকার পরবর্তীতে আরও সাহায্য করবে বলে জানিয়েছেন রাজ্যপাল শিব প্রতাপ সিং শুক্লা।
#WATCH | Shimla | The condition of Himachal Pradesh is very serious. A special team from the Centre will visit the state and investigate the situation. The state has suffered huge losses in terms of life and property. Till now, the Centre has provided Rs 3.5 Crores to the state… pic.twitter.com/GjhCRVy6Kw
— ANI (@ANI) July 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us