বড় খবর: পরপর ছুরি ও পাথর দিয়ে আঘাত বয়ফ্রেন্ডের, জন্মদিনে যাওয়া হল না নাবালিকার

দিল্লিতে এক নাবালিকাকে খুন করেছে তার বয়ফ্রেন্ড। পুলিশ তদন্ত শুরু করেছে। 

author-image
Aniket
New Update
death1

নিজস্ব সংবাদদাতা: জন্মদিনের অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিবাদ, আর তার জেরেই ১৬ বছরের নাবালিকাকে একাধিক বার ছুরিকাঘাত করে হত্যা করল তার বয়ফ্রেন্ড। দিল্লির শাহবাদ ডেইরি থানার এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত নাবালিকা তার বন্ধুর ছেলের জন্মদিনে যোগ দেওয়ার পরিকল্পনা করছিল। তবে তার জন্মদিনে যোগ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি তার বয়ফ্রেন্ড। যার জেরে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। আর তাতেই রাগের মাথায় নাবালিকাকে পরপর ছুরি ও পাথর দিয়ে আঘাত করে তার বয়ফ্রেন্ড। শাহবাদ ডেইরি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত পলাতক রয়েছে। তার খোঁজ চলছে।