বিশাল খবর: ইন্ডিয়া নয় বিজেপির সঙ্গে জোট বড় দলের, খেলা ঘুরবে ২১ সেপ্টেম্বর- জানিয়ে দেওয়া হল

এবার বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে জানালেন জেডি-এস নেতা এইচডি কুমারস্বামী। 

author-image
Aniket
19 Sep 2023
dew

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডি-এস নেতা এইচডি কুমারস্বামী এবার বিজেপির সঙ্গে জোটের বিষয়ে নিজের মত রেখেছেন।

তিনি বলেছেন, “আমি জেডি-এস এবং বিজেপির মধ্যে জোটের বিষয়ে আলোচনা করতে ২১ সেপ্টেম্বর দিল্লি যাচ্ছি। আমরা কাবেরী জল ভাগাভাগি ইস্যু সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করব। তারা (তামিলনাড়ু) সুপ্রিম কোর্টে গেছে, সিদ্ধান্ত আসতে দিন, ততক্ষণ আমাদের চিন্তা করার দরকার নেই, আমাদের জল ছাড়তে হবে না, কর্ণাটক সরকারকে শক্ত অবস্থান নিতে হবে"।