/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: ভারতের বর্তমান অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ ভিনেশ ফোগাট। তিনি বর্তমানে রাজনীতিতে কাঁপিয়ে কংগ্রেসে যোগদান করেছেন। এছাড়াও তিনি হরিয়ানা নির্বাচনে লড়াই করছেন। তবে এবার এই বিষয়ে নামত প্রকাশ করলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটের কাকা মহাবীর ফোগাট। তিনি স্পষ্টই তার অখুশি জ্ঞাপন করেছেন।
/anm-bengali/media/post_attachments/83ec0030-080.png)
তিনি বলেছেন, "তার এখন রাজনীতিতে যোগ দেওয়া উচিত হয়নি। ২০২৮ সালের অলিম্পিকে খেলে এবং স্বর্ণপদক জিতে তার রাজনীতিতে যোগ দেওয়া উচিত ছিল"।
/anm-bengali/media/post_attachments/d173fe21-62e.png)
মহাবীর ফোগাটের এই বক্তব্যে শোরগোল শুরু হয়েছে। উল্লেখ্য, চলতি বছর অলিম্পিকে ওভারওয়েট ইস্যুতে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। যার ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তারপরেই দেশে ফিরে কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে জানিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে হরিয়ানায় বিজেপির শাসন উৎখাত করাই তার লক্ষ্য। ইতিমধ্যেই মহাবীর ফোগাটের বক্তব্যের সেই ভিডিও সামনে এসেছে দেখুন ভিডিও-
VIDEO | “She shouldn’t have joined politics now. She should have joined politics after playing in the 2028 Olympics and winning a gold medal,” says Indian wrestler Vinesh Phogat’s uncle Mahavir Phogat.
— Press Trust of India (@PTI_News) September 10, 2024
(Full video available on PTI videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/7nh0pY3Cpl
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)